ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ এর শুটিং হয়েছে। শনিবার শহরের কলেজ রোডের পুরাতন জেলা কারাগারে দিনব্যাপী চলচ্চিত্রটির শুটিং হয়।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার সিনিয়র সচিব নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় এবং লিটন হায়দারের প্রযোজনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেন ক্রিয়েটিভ পরিচালক জুয়েল মাহমুদ, আহম্মেদ রুবেল, নায়িকা পূর্ণিমা। ছাত্রনেতা থেকে ভাষা আন্দোলনে মূল নেতা হয়ে ওঠাসহ বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বপ্নদর্শী নেতায় পরিণত হওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে চলচ্চিত্রটিতে।
হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রের পৃষ্ঠপোষক সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
চুক্তি অনুযায়ী, চলচ্চিত্রটি নির্মাণের জন্য নির্মাতা প্রতিষ্ঠানকে ৫ কোটি টাকা অর্থ সহায়তা দেবে এ তিনটি প্রতিষ্ঠান। চলচ্চিত্রটি নির্মাণ শেষে এর বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত অর্থের পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টে।







