নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমি আবাদ হয়েছে। এবার জেলার ৬টি উপজেলায় ৩০ হাজার ৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ধান ও চালের দাম বৃদ্ধিতে কৃষকরা এদিকে ঝুঁকছে এমন দাবী করেন কৃষি কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৮শ’ ৬৪ হেক্টর বেশি জমিতে বেরো আবাদ হয়েছে। এবার জেলায় লক্ষ্যমাত্রা ছিলো ২৮ হাজার ১শ’ ৭১ হেক্টর জমি। ফেনী সদর উপজেলায় ৮ হাজার ২শ’ ৭০ হেক্টর লক্ষ্যমাত্রার স্থলে ৯ হাজার ৪৫ হেক্টর আবাদ হয়েছে। ছাগলনাইয়া উপজেলায় ৫ হাজার ১শ’ ৭৫ হেক্টরের স্থলে ৫ হাজার ৩শ’ ৭০ হেক্টর, ফুলগাজীতে ৪ হাজার ৪শ’ ৭৫ হেক্টর এর স্থলে ৪ হাজার ৫শ’ ৭০ হেক্টর, দাগনভূঞায় ৬ হাজার ২শ’ ৫৬ হেক্টরের স্থলে ৬ হাজার ৬শ’ ২৫ হেক্টর, পরশুরামে ৩ হাজার ২শ’ ২০ হেক্টরের স্থলে ৩ হাজার ৩শ’ ২০ হেক্টর এবং সোনাগাজীতে ৭শ’ ৭৫ হেক্টর স্থলে ১ হাজার ১শ’ ৫ হেক্টর আবাদ হয়েছে। কৃষি বিভাগের হিসাবের বাইরেও কিছু জমি আবাদ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বছরের পর বছর অনাবাদী পড়ে থাকা অনেক জমি এবার বোরো আবাদের আওতায় এসেছে। ফলে এবার বোরো মৌসুমে লক্ষামাত্রার চেয়ে অনেক বেশি জমি আবাদ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক ড. মোহাম্মদ খালেদ কামাল বলেন, কৃষি পণ্যের দাম বাড়ায় জেলায় বোরোসহ কৃষি আবাদ বেড়েছে। পতিত জমিসমূহ আবাদের আওতায় আনতে কৃষি বিভাগ কৃষকদের নানাভাবে উৎসাহিত করছে। যাতে এবার লক্ষমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এএইআর/এমকেএইচ







