সোমবার হতে যাচ্ছে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন । এ তিনটি সিটি নির্বাচনে ভোটের হিসাবে ফ্যাক্টর হয়ে উঠবে ফেনীর ভোটাররা।
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী চট্রগ্রামে আজম নাছিরের পক্ষে চট্রগ্রামের অলিগলিতে ফেনীর লোকদের কাছে ভোটের প্রচারণা চালাচ্ছেন। একই ভাবে ঢাকা দক্ষিণে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের জন্য গুলশান, বনানী উত্তরা মিরপুর এলাকায় ফেনীর ভোটারদের কাছে প্রচারণা চালাচ্ছেন তিনি। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকনের পক্ষেও পথসভাসহ নানা নির্বাচণী কর্মকান্ডে অংশ নিচ্ছেন এ নেতা।
ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ বলেন, ঢাকায় ফেনীর লোকজন বেশি থাকায় এবং এ জনপথের প্রার্থী থাকায় সিটি কর্পোরেশন নিয়ে ঢাকায় অবস্থানরত ফেনীর মানুষের আগ্রহ বেশি।
চট্রগ্রামস্থ ফেনী সমিতির সভাপতি নুরনেওয়াজ সেলিম বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী চট্রগ্রামে অনেকক্ষেত্রে ফেনীর লোকজন ডোমেনেট করে সেহিসেবে চলতি সিটি ইলেকশনে ফেনীর প্রভাব থাকবে।
সম্পাদনা: আরএইচ/জইএম







