আমিরুল ইসলাম |
মানুষের মন ‘খুঁত’ ধরার ব্যাপারে সব সময় কয়েক ধাপ এগিয়ে থাকে। মানুষের ‘মন’ জয় করা সহজ কোন ব্যাপার না। মনে জায়গা করে নিতে অনেকে দিনরাত কাঠখড় পুড়িয়েও সফল হতে পারেন না।
আবার কারো কারো জন্য মন জয় করে মনে জায়গা করে নিতে খুব বেশি সময় লাগে না। অল্প সময়ের স্বল্পতার ভিতর হৃদয়ে পাকাপোক্ত আসন গেড়ে নিতে পারেন কেউ কেউ খুব সহজে। নিজ কথা, কাজ-কর্মে, চিন্তা-চেতনা, মননশীলতা, সৃষ্টিশীলতা ও স্বকিয়তায় অন্য সবার চেয়ে আলাদা হন তারা। আমিন উল আহসান স্যার তাদের মধ্যে একজন। সবার হৃদয়ে কি করে ঠাই করে নিতে জানেন তিনি।
খুব বেশিদিন হয়নি তিনি ফেনীতে এসেছেন। ফেনীর জেলা প্রশাসক হিসেবে এ জেলার দায়িত্বভার গ্রহনের একবছর না পেরোতেই পেরোতেই তার বিদায়ের সুর বেজে ওঠে। সে বিষাদ ছাপিয়ে ওঠে ফেনীর অলিগলি থেকে শুরু করে সর্বস্তরে। হৃদয়ে ঠাই পাওয়া মানুষগুলো হুট করে যখন দূরে চলে যায়, তখন স্বাভাবিক খারাপ লাগে, কষ্ট হয়। ফেনীবাসি তাকে ভালোবেসে ফেলেছিল, তিনিও ফেনীর মোহময় রূপে মুগ্ধ ছিলেন। আজ তিনি চলে যাচ্ছেন দূরে কোথাও। আজ তার বিদায়ের দিন।
কর্মজীবনের এ স্বল্প সময়ের পরিসরে ফেনীর সামগ্রিক চেহারা পাল্টানোর জন্য তার প্রচেষ্টার অন্ত ছিলনা। তিনি সবাইকে নতুনরূপে ফেনী’র পরিচয় করিয়ে দিয়েছেন। কখনো স্কুল কলেজের ছেলে মেয়ে সাথে নিয়ে চলে গেছেন জেলার দূর দুরান্তে। তরুণ প্রজন্ম চিনতে শেখাতে শুরু করেছিলেন, এ মাটিতে কত প্রবাদ পুরুষেরা যুগে যুগে জন্মেছিল। পাগলা মিয়ার পূন্যভূমিতে রয়েছে কত ইতিহাস ও ঐতিহ্যের পটভূমি। সেইসব থেকে শিখে ও জেনে তার খ্যাতি ও কীর্তি সারাবিশ্বময় ছড়াতে ছেয়েছিলেন তিনি।
‘গ্রীন এন্ড ক্লিন’ পরিবেশে ফেনীকে যিনি ‘সিঙ্গাপুর’ বানাবার স্বপ্ন দেখিয়েছিলেন। স্বপ্ন বাস্তবায়নে কাজও শুরু করেছিলেন যিনি বেশ জোরেশোরেই। সকলের জন্য নাগরিক সেবার দুয়ার উন্মুক্ত করে দিতে সব ব্যবস্থাই গ্রহন করেন তিনি। ফেনীকে নিয়ে ভাবনা ছিল বিশদ।
কর্মের মাঝেই মানুষ মানুষের কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকে, অন্য কোন কিছুতে নয়। আজ তিনি আমাদের ছেড়ে চলে যাবেন, কিন্তু খালি হাতে যাবেন না। ফেনীবাসীর অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান সঙ্গে করে নিয়ে যাবেন, অনেকের সে সৌভাগ্য হয়না।
ছেড়ে যেতে তারও খারাপ লাগছে। এক বছরেই ভীষণ মায়া জন্মে গিয়েছিল এ সবুজ জনপদের প্রতি। ফেনীর বাংলোর সামনে সযতনে তৈরী সবুজ ঘাস, বিজয়সিংহ দিঘির জলে ধুয়ে আসা সকালের নির্মল বাতাস। ভীষণ মিস করার মত। যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, আপনার মঙ্গল কামনা করি। স্মরণে থাকবেন আপনি।
লেখক: ডেস্ক ইনচার্জ, দৈনিক স্টার লাইন