নতুন ফেনী ডেস্ক>>
ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার পেলেন ফেনীর কৃতি সন্তান স্বকৃত নোমান। ‘কালকেউটের সুখ’ উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। ২৭ মে শুক্রবার রাত নয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে তার হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় উপস্থিত ছিলেন দেশবরণ্যে কবি-সাহিত্যিকবৃন্দ।
জানা যায়, মোট তিনটি শাখায় প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। এ বছর কাব্যগ্রন্থ ‘রক্ষা করো হে ভৈরব’-এর জন্য পুরস্কৃত হয়েছেন খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণ। আত্মজীবনীগ্রন্থ ‘মৈত্রয়ী আছে মৈত্রয়ী নেই’-এর জন্য পুরস্কৃত হয়েছেন রাজকুমার সিংহ এবং তরুণ সাহিত্যিক শাখায়‘কালকেউটের সুখ’উপন্যাসের জন্য পুরস্কৃত হয়েছেন স্বকৃত নোমান।
১৯৮০ সালের ৮ নভেম্বর ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া গ্রামে স্বকৃত নোমানের জন্ম। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার পর প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের একান্ত সচিব হিসেবে তিনি ২০০৫ সালে যোগদান করেন। বর্তমানে তিনি আরিফুর রহমান সম্পাদিত জনপ্রিয় সংবাদ ম্যাগাজিন সাপ্তাহিক ‘এই সময়’-এর সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত।
২০০৮ সালে ‘নাভি’ উপন্যাসের মধ্য দিয়ে কথাসাহিত্য জগতে স্বকৃত নোমানের পদার্পণ। তার প্রকাশিত অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে, বংশীয়াল, রাজনটী, হীরকডানা, বেগানা। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে নিশিরঙ্গিনী, বালিহাঁসের ডাক। ২০১২ সালে ‘রাজনটী’উপন্যাসের জন্য এইচএসবিসি-কালি ও কলম কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।
সম্পাদনা: আরএইচ
‘ব্র্যাক ব্যাংক-সমকাল পুরস্কার’ পেলেন স্বকৃত নোমান







