নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে বিপুল পরিমান অস্ত্রসহ যুবলীগের আটক ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জ গঠন করেছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউ উল্লাহর আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, ওই দিন দুপরে ঢাকার কাশিমপুর কারাগার থেকে ১৪ ও ফেনী কারাগার থেকে ১২ আসামীকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক মামলায় আটক ২৬ আসামীর উপস্থিতিতে শুনানি শেষে আদালত মামলার চার্জ গঠস করে বিচারিক কার্যক্রম শুরু করেন।
আসামী পক্ষের আইনজীবী শরফুদ্দিন মানিক জানায়, বিজ্ঞ আদালত শুনানি শেষে মামলার চার্জ গঠন করেন। পরবর্তী ২৩ এপ্রিল মামলার স্বাক্ষগ্রহণ হবে।
এর আগে ২০১৫ সালের ৬ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় র্যাব তল্লাশি চালালে তিনটি মাইক্রেবাস থেকে ১৮ টি বিদেশী অস্ত্র, ২২টি দেশীয় অস্ত্র, প্রায় দেড়শত রাউন্ড গুলি ও কার্তুজসহ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২৬ জন নেতা-কর্মীকে আটক করে। এ ঘটনায় র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম বাদি হয়ে পরদিন ৭ জুন ফেনী মডেল থানায় অস্ত্র আইনে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটির বেশ কয়েকদফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে সিআইডি পুলিশের পরিদর্শক গোলাম মোস্তফা গত বছরের ২৮ ডিসেম্বর আদালতে চার্জশীট (অভিযোগ পত্র) দাখিল করে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে যুবলীগের ২৬ নেতাকর্মী বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জ গঠন







