ফেনীর দাগনভূঞাঁ থানার ডাকাতি, ধর্ষণসহ ১৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গিয়াস উদ্দিন আশিক (২৬) কে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির ব্যবহার করে বৃহস্পতিবার বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দাগনভূঞাঁ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দাগনভূঞাঁ থানায় ডাকাতি ধর্ষণসহ ১৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারকৃত আশিক দাগনভূঞাঁ উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের অহিদুল হক কানু মিয়ার ছেলে।
দাগনভূঞাঁ থানার ওসি মো হাসান ইমাম জানান, তাকে গ্রেফতার করে ফেনীতে নিয়ে আসা হচ্ছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
নুর উল্লাহ কায়সার
০১৮১৭২৫২৬১১







