নতুন ফেনী ডেস্ক >>
ফেনীতে প্রথম আলো বন্ধ সভা’র কমিটি গঠন করা হয়েছে। শনিবার নব গঠিত কমিটিতে মো: হারুন-উর-রশিদকে সভাপতি ও এএনএম মাখজাম হায়দার মিরাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও কমিটিতে জহিরুল ইসলাম ও শেখ আশিকুন্নবী সজীবকে সহ-সভাপতি, মোনায়েম হোসেন নোবেল ও শওকত হোসেন শাকিলকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মোতাহের হোসেন ইমরানকে সাংগঠনিক সম্পাদক, আছমা উল হোসনকে উপ-সাংগঠনিক সম্পাদক, মেছবাহুল হুদা সৌরভকে প্রচার সম্পাদক, আবু সুফিয়ান সবুজকে অর্থ সম্পাদক, মো:সাইফুল ইসলাম রিজবীকে দপ্তর সম্পাদক, অমিত মজুমদারকে অনুষ্ঠান সম্পাদক, সাবরিনা তাবাসসুম শ্রাবন্তীকে পাঠচক্র সম্পাদক, সাবিনা ইয়াসমিনকে নারী বিষয়ক সম্পাদক, সারাবান তাহুরা জাফরিনকে বিজ্ঞান বিষয়ক সম্পাদক, কাজী মেহের জাবীন রাখীকে সমাজকল্যান সম্পাদক, ইমিরান হোসেন বাবুকে ক্রীড়া সম্পাদক, শংকর কুমার দাসকে পরিবেশ বিষয়ক সম্পাদক, তানজিন আফরোজ নির্জনাকে সাহিত্য সম্পাদক, মিজানুর রহমান স্বপ্নীলকে প্রশিক্ষন সম্পাদক, এম এ হানিফকে , তথ্য ও প্রযুক্তি সম্পাদক, বেনজীর তাবাসসুম শশীকে মানব সম্পদ সম্পাদক, রেহানা ইয়াছমিনকে পাঠাগার সম্পাদক, বেলায়েত হোসেন পিংকুকে যোগাযোগ সম্পাদক ও রেজাউল হায়াতকে দুর্যোগ-ত্রান সম্পাদক করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে প্রথম আলো বন্ধুসভা’র কমিটি গঠন







