নিজস্ব প্রতিনিধি >>
অবশেষে ফেনী প্রেসক্লাব সিলগালা করে দিয়েছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় সিনিয়র সহকারী কমিশনার মনিরা হক বলেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লাব বন্ধ থাকবে।

প্রত্যক্ষদশী ও সাংবাদিকরা জানায়, দীর্ঘদিন থেকে ফেনী প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে নুরুল করিম মজুমদার-জমির উদ্দিন বেগ ও রফিকুল ইসলাম-শেখ ফরিদ উদ্দিন আত্তারের নেতৃত্বে দু’টি অংশে বিভক্ত হয়ে পড়ে। বিগত কিছুদিন ধরে দুটি পক্ষ কমিটি-পাল্টা কমিটি, পরস্পর বিরোধী জিডি ও উকিল নোটিশ প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ১২ ডিসেম্বর রফিকুল ইসলামকে সভাপতি ও শেখ ফরিদ উদ্দিন আত্তারকে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে ২৫ ডিসেম্বর ফেনী প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদ ছাড়া সাধারণ সম্পাদকসহ বাকী ১১ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। দুটি পক্ষই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

শুক্রবার দুপুরে ভোট গ্রহণের আগ মুহুর্তে দুপুর দেড়টার দিকে বিপুল পরিমান সংবাদকর্মী নিয়ে প্রেস ক্লাবে অবস্থান নেয় রফিক-আত্তার কমিটির সদস্যরা। পরবর্তীতে বিকাল সাড়ে তিনটার দিকে প্রেসক্লাব সদস্যরা প্রবেশ করতে চাইলে বাঁধার মুখে পড়েন তারা। এসময় উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সার্কেল আমিরুল ইসলাম ও ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ বিপুল পরিমান পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মনিরা হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রধান ফটকসহ সবক’টি দরজা সিলগালা করে দেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, প্রশাসন এ বিষয়ে হস্তক্ষেপ করে ফেনী প্রেসক্লাব তাদের নিয়ন্ত্রনে নিয়েছেন। তবে সাংবাদিকদের কর্মস্থল হিসেবে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানান তিনি।
সিনিয়র সহকারী কমিশনার মনিরা হক সিলগালা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তীতে জেলা প্রশাসক উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সুরাহা করবেন।
সম্পাদনা: আরএইচ/এনকে







