শহর প্রতিনিধি >>
ফেনীতে বৈশাখী টেলিভিশনের বর্ষপূতি পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন।
ফেনী প্রেস ক্লাবের (একাংশ) সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, যমুনা টিভির ফেনী প্রতিনিধি সাংবাদিক যতন মজুমদার, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, আরটিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, একাত্তর টেলিভিশিনের ফেনী জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক আামদের ফেনীর নির্বাহী সম্পাদক তমিজ উদ্দিন, সাপ্তাহিক ফেনী শক্তির সম্পাদক শেখ ফরিদ রতন, নবীন বাংলা সম্পাদক জাহাঙ্গীর জং, অনলাইন নিউজপোর্টাল নতুন ফেনী’র সম্পাদক রাশেদুল হাসান, মোহনা টেলিভিশনের ফেনী প্রতিনিধি দিদারুল আলম প্রমূখ।
চ্যানেলটির ফেনী প্রতিনিধির রাজন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল পরিমান সংবাদকর্মী উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি পালিত








