নিজস্ব প্রতিনিধি>>
বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ফেনী রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ইউনিটির সামনে থেকে র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিটির সামনে এসে মিলিত হয়। পরে বেলুন উডিয়ে প্রতিষ্ঠা বাষিকীর কেক কাটেন অতিথিরা।
ইউনিটির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম,জেলা জজ আদালতের জিপি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আবু তাহের, ফেনী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আইর ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী পৌর সভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব, ফেনী বিএমএ’র সভাপতি ডা: সাহেদুল ইসলাম কাওছার, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মিজানুর রহমান, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাশ টুটুল, মুহুরী পানি ব্যবহারকারি সমিতির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন কামরানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনী রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবাষির্কী পালিত








