নতুন ফেনী ডেস্ক>>
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিচারপতি কাজী এবাদুল হক বলেছেন, সাংবাদিকতা সম্পর্কে আইন-কানুন জানতে হবে। প্রেস কাউন্সিলের তৈরি নীতিমালা অনুসরন করে সংবাদ পরিবেশন করলে ঝুঁকিমুক্ত থাকা যাবে। প্রত্যেক সাংবাদিকের অবশ্য কর্তব্য ওই নীতিমালা পড়ে সাংবাদিকতা করা। নতুবা মামলা সহ নানাবিধ হয়রানির শিকার হতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশও ঝুঁকিপূর্ণ। ঘটনা সত্য হলে ঝুঁকি থাকলেও প্রশংসিত হবেন। ঝুঁকি নেবেন কি নেবেন না এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সত্য প্রকাশ করবেন।
মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক ফেনীর সময় এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার কাজী জিনাত হক। আরো বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সভাপতি প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, লেখক ও কবি ইকবাল আলম, প্রতিনিধিদের মধ্যে স্টাফ রিপোর্টার (ছাগলনাইয়া) মোহাম্মদ শেখ কামাল, নোয়াখালী প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, মীরসরাই প্রতিনিধি এম. মাঈন উদ্দিন ও চৌদ্দগ্রাম প্রতিনিধি এমদাদ উল্লাহ।
কাজী এবাদুল হক আরো বলেন, একসময় রাজা-বাদশারা মাইকিং করে সংবাদ প্রচার করতেন। ব্রিটিশ আমল থেকেই সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছে। আগে একসময় সংবাদের জন্য মানুষ মুখিয়ে থাকতো। রেল স্টেশন, বাস স্টেশনে হারিকেন জ্বালিয়ে পত্রিকা পড়তো। এখন ঘরে বসে টিভিতে সংবাদ দেখছে। সাংবাদিকতা পেশার গুনগত মান বেড়েছে।
সম্পাদনা: আরএইচ/আআ







