ফেনী জেলা যুবলীগের কার্যকরী কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের রেডিক্স হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ও ফেনীর সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য জহিরুল ইসলাম জুয়েল ও শাহাদাত হোসেন রিন্টু।
বক্তারা আগামী নির্বাচনে ফেনীর তিনটি আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামী-যুবলীগসহ অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য; দীর্ঘ ২২ বছর পর ফেনী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠানের দুই বছর পর সম্প্রতি কেন্দ্র থেকে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। রোববার এ সভার মধ্য দিয়ে কমিটির সদস্যরা পরস্পরের সাথে পরিচিত হয়েছেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







