ফেনীতে উনত্রিশ হাজার তিন শ’ বিশ পিস ইয়াবাসহ এক বিক্রেতাকে আটক করেছে ফেনীস্থ র্যাব এর ক্রাইম প্রিভেনশন কোম্পানীর সদস্যরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
র্যাব জানায়, বুধবার বেলা ১২টার দিকে গোপনে পাওয়া খবরের ভিত্তিতে ফেনী সদরের লালপুলে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করেন র্যাব সদস্যরা। এসময় একটি কাভার্ড ভ্যানকে থামার নির্দেশ দেয়া হলেও চালক না থামিয়ে দ্রুত চলে যাবার চেষ্টা করেন। কিন্তু র্যাব সদস্যরা তাড়া করে গাড়িটি আটকে ভেতরে থাকা চালক গাজীপুর জেলার জয়দেবপুর থানার সালনা গ্রামের আতার উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দুলালকে আটক করে। পরে গাড়ি তল্লাশী করে উনত্রিশ হাজার ৩২০পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান।
সম্পাদনা:আরএইচ/এইচআর