যখন নিভে গেলো পুব আকাশের সাজের বাতি ঠিক তখনি ‘তিনজনার’র গানে মুখরিত হলো ইট-পাথরের শহরের কোন এক কোণে জমা রমণীদের আসর। গিটারের টুং টাং, খঞ্জনির বাজনা, হাতের তুড়ি, কাঁচের চুড়ি, আর করতালির সুর যেন মিলেমিশে একাকার । গানের ছন্দে মন যখন উড়ু উড়ু তখন শান্ত করেছে কবিতার পঙ্কতি। গান-কবিতার অপরূপ মেল বন্ধন আর ভালোবাসায় ডুুবে ছিলো ১৮ নভেম্বর বুধবারের সন্ধ্যাটা।
গল্পটা ফেসবুক কমিউনিটি ফেনীর মেয়েদের আড্ডা’র আযোজনে গান-কবিতা আড্ডা অনুষ্ঠানের। শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত আড্ডাটি পরিচালনা করেন গ্রুপের এডমিন আফরোজা আহমেদ।
আব্দুল জব্বারের ‘ওরে নীল দরিয়া’র সুরে ভেসে ‘সুন্দরী কমলা’র কাছে গিয়ে হালের আলোচিত ‘সর্বত মঙ্গল রাধে’ও বাদ যায়নি
শেষে ‘সাল তলে বেলা’ ডুবে। আধুনিক, পল্লিগীতি, আঞ্চলিক ইত্যাদি গান পরিবেশন করেন গানের দল ‘তিনজনা’।
গ্রুপের কর্ণধার সফল নারী উদ্যোক্তা আফরোজা আহমেদ জানান, গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমরা কাজ করে যাচ্ছি একে অপরে প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি বাড়ানোর জন্য। হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবেসে আলীঙ্গন করে একে অন্যর সুখ-দুঃখের সাথী হওয়ার লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন।

গান পরিবশেনকারী ‘তিনজনা’ দলের তিনজন শিল্পী
অনুষ্ঠানে উপস্থিত ছিলো গ্রুপের সদস্য ও নারী উদ্যোক্তা হুরে জান্নাত, পৌষী, ফারজানা রুমি, রাখি ইসলাম শোভা, মেহেরাজ আরা ক্যামেলিয়া, ফারজানা মাসুদ, মাহমুদা মুক্তাসহ প্রায় শতাধিক সদস্য।
গান-কবিতার আসর শেষে কেক কাটেন সদস্যরা এবং পরিচয় পর্বের মাধ্যমে মনোরম এক সন্ধ্যার পরিসমাপ্তি ঘটে।
সম্পাদনা:আরএইচ/এইচআর







