নিজস্ব প্রতিনিধি>>
দুই জন কর্মকর্তা-কর্মচারি দিয়েই চলছে সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। জনবল সংকটের কাণে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এ নিয়ে শিক্ষক-কর্মচারীসহ সাধারণ মানুুষ নানা বিডম্বনার শিকার হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলাা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মকর্তা-কর্মচারীদের ১২টি পদের ১০টিই শুন্য। এখানে সোনাগাজী শিক্ষা অফিসের ৫ জন সহকারী শিক্ষা কর্মকর্তার কাজ চালানো হচ্ছে একজন দিয়ে। এছাড়াও এ অফিসে শূন্য রয়েছে উচ্চমান সহকারী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কের পদ। এরই মধ্যে ২০ জুলাই থেকে অবসরে চলে গেছেন শিক্ষা কর্মকর্তাও। বর্তমানে একজন সহকারী শিক্ষা অফিসার ও একজন অফিস সহকারী দিয়েই চলছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যাবতীয় কার্যক্রম। কর্মকর্তা শূন্যতায় প্রয়োজনীয় মনিটরিংয়ের অভাবে উপজেলার ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া ২৬ হাজার ১৪০ জন শিক্ষার্থীর পাঠ্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও অফিসটির প্রশাসনিক কাজেও নেমে এসেছে স্থবিরতা। বিড়ম্বনায় পড়তে হচ্ছে সেবা ও বিভিন্ন তথ্য নিতে আসা ব্যক্তিদের।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম নতুন ফেনী’কে বলেন, শূন্যপদগুলো পূরণ করতে উর্ধ্বতনদের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম নতুন ফেনী’কে জানান, সোনাগাজীতে প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকটের বিষয়টি জরুরী ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। আশাকরি কম সময়ের মধ্যেই শূন্যপদের বিপরীতে পদায়ন করা হবে।
সম্পাদনা: আরএইচ/এনকে
দুই জন দিয়ে চলছে সোনাগাজী উপজেলা শিক্ষা অফিস!







