ক্রীড়া ডেস্ক>>
আবারও পেছালো সেইলর বাফুফে জাতীয় ফুটবল অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ানশীপ’র ফাইনাল। আগমী ১২ সেপ্টেম্বরের পরিবর্তে পরদিন ১৩ সেপ্টেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
বাফুফে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পূর্ব নির্ধাতির সময় অনুযায়ী ১২ সেপ্টেম্বর বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনালে ফেনী জেলার সাথে নারায়নগঞ্জ মুখোমুখি হয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ বশত এ খেলা স্থগিত করা হয়েছে। সার্বিক দিক ভাল থাকলে আগামী ১৩ সেপ্টেম্বর এ খেলা অনুষ্ঠিত হবে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে। খেলাটি বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড এ সরাসরি সম্প্রচার করা হবে এবং বাংলাদেশ বেতার প্রচার করবে।
অনুর্ধ্ব-১৫ ফেনী জেলা দলের কোচ আশ্রাফুল আনোয়ার শিমুল নতুন ফেনী’কে খেলা পেছানোর সত্যতা নিশ্চিত করেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ফাইনাল খেলাটি মাঠে উপস্থিত থেকে এবং টিভি পর্দায় সরাসরি উপভোগ করার জন্য ফেনী বাসী ও ঢাকাস্থ ফেনী বাসীকে আমন্ত্রন জানান।
সম্পাদনা: আরএইচ