শহর প্রতিনিধি>>
ফেনী জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষকদের মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ফেনী আলিয়া মাদ্রাসা মিলনায়তনে জেলায় প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রায় পাঁচ শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক ঐক্য পরিষদ ফেনীর আহবায়ক মো. নুরুল আবছারের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সহকারী শিক্ষক ঐক্য পরিষদের নেতা মো. আবদুর রহীম, মো. এয়াছিন, দেবাশীষ, বিবি কুলসুম, মো. জাকির হোসেন, আবদুল্লাহ আল মামুন, জামাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ১১তম স্কেল নির্ধারণ এবং শতভাগ পদোন্নতির দাবী জানান।
সম্পাদনা: আরএইচ