নিজস্ব প্রতিনিধি>>
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথায় কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্যাহ মানিকসহ ৩৩ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার বিকালে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক আবদুল মোতালেব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, এ ঘটনায় জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্যাহ মানিক, পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, শহর জামায়াতের সেক্রেটারী আনম আবদুর রহিম, জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুন, জেলা ছাত্রদলের একাংশের সভাপতি মেজবাহ উদ্দিন, শহর শিবির সভাপতি তারেক মাহমুদ, সেক্রেটারী মঈনুল ইসলাম যোবায়ের, জেলা যুবদলের প্রচার সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান মামুন, ফেনী কলেজ শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান, যুবদল নেতা জামাই ফারুক, জেলা ছাত্রদল নেতা জুয়েল পাটোয়ারীসহ বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহাবুব মোরশেদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।
এর আগেরবিবার রাত নয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের রামপুর রাস্তার মাথায় পৌঁছলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় মো: হোসেন (৩২) দগ্ধ হয়। এসময় চালক আবদুল হালিম (৪২) ও তার এক সহকারী সহকারী আহত হয়।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩৩ জনের নামে মামলা







