দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম (৫৬) নামের ফেনীর এক ব্যবসায়ীর মারা গেছেন। সোমবার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কালাম ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব রামচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় পূর্ব রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, কালাম দীর্ঘ ১ যুগ ধরে দক্ষিণ আফ্রিকায় চাকুরী ও ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে কালামের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায় স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় তিনি বাঁধা দিতে চাইলে সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সোমবার সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে কালামের আত্বীয়-স্বজনরা আমাকে জানিয়েছে।
মাসুদ রায়হান আরো জানান, এখনো কালামের লাশ দেশের আনার ব্যাপারে পারিবারিক সিদ্ধান্ত হয়নি। পরিবারের পক্ষ থেকে কালামের মরদেহ দেশে আনতে চাইলে প্রয়োজনীয় আইনী সহযোগিতা প্রদান করা হবে।
সম্পাদনা: এনকে/আরএইচ