দাগনভূঞার ঐতিহ্যবাহী আতাতুর্ক সরকারী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতা বন্ধের দাবীসহ কয়েকটি দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রত্যেক শ্রেনীতে আসন সংখ্যা বৃদ্ধি, ডে ও নাইট শিফট চালু, স্কুল বাস চালু, গরীব-মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ানোর দাবী ও স্কুলের হীরক জয়ন্ত্রীর টাকার হিসাব চেয়ে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা বন্ধের দাবীতে এ কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ফেনী প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক শেখ ফরিদ আত্তার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়েজ আহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমূখ। বক্তারা জানান, ১৫ ফেব্রুয়রীর মধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিমাংশা না হলে স্কুলে তালা ঝুলিয়ে দেয়া হবে।
এদিকে স্কুলের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন জানান, দেশের কোন উপজেলায় ডাবল শিফটের স্কুল নেই। আমরা কি ভাবে চালু করবো। সেকশান বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। স্কুল বাস নেয়ারমত সক্ষমতা স্কুল ফান্ডের নেই। স্কুলের হীরক জয়ন্ত্রীর টাকার সাথে আমিসহ স্কুলের কোন শিক্ষকের সম্পর্ক নেই। এ বিষয়ে পৌর আওয়ামীলীগ নেতা খায়েজ আহমেদ ভালো বলতে পারবেন। গত কয়েকদিন যাবত স্কুলের ভর্তি কার্যক্রমে আমি অনেকেরই অনুরোধ রাখতে পারিনি। তাই আমার বিরুদ্ধে এসব অপপ্রচার হচ্ছে।
সম্পাদনা:আরএইচ/এনকে







