নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় দাখিল পরীক্ষায় পাশের হার ৯৮.৬৭ শতাংশ। এবারের ফল বিপর্যয়ের কিছুটা ধাক্কা এ প্রতিষ্ঠানেও লেগেছে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এবার এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২শ’ ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১৬ শিক্ষার্থী জিপিএ-৫, ১শ’ ৪১ শিক্ষার্থী এ, ৫৭ শিক্ষার্থী (এ-), ৯শিক্ষার্থী বি গ্রেড পায়। এ প্রতিষ্ঠান থেকে একার ৩ জন পরীক্ষর্থী অকৃতকার্য হয়।
অধ্যক্ষ মুফতি ফারুক আহাম্মদ জানান, বরারের মতো এ শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের ধারা অব্যাহত রয়েছে। আরো ভালো ফলাফল অর্জন করতে শিক্ষক-শিক্ষার্থীদের আরো বেশি আন্তরিক হতে হবে।
সম্পাদনা: আরএইচ/এআর
ফেনীর ফালাহিয়া মাদরাসায় পাশের হার ৯৮.৬৭







