ফেনী ইউনিভার্সিটির সিভিল বিভাগের নবীন বরণ ও ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠানের শুরুতেই ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সিভিল বিভাগের চেয়ারম্যন আতাউল হাকিম মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফেনী উইনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য জনাব আবদুস সাত্তার, ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের ও সিভিল বিভাগের উপদেষ্টা অধ্যাপক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের অধ্যাপক ড. হাবিব মোহাম্মদ আহসান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও সিভিল বিভাগের প্রভাষক জামাল উদ্দিন। অনুষ্ঠানে ফেনী ইউনিভার্সিটির প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়ের অন্যান্যদের উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনজে







