ফেনী ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের আয়োজনে ভাষা ও সাহিত্যের ওপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালায় “সাহিত্যের ধারাবাহিক ক্রমবিকাশ” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. আলী রেজওয়ান তালুকদার। এছাড়া ইংরেজি যোগাযোগের ক্ষেত্রে কথন ও শ্রবণের সমন্বয় সাধন এবং একই ক্ষেত্রে যেসব সমস্যার সম্মখীন হন তার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস ও সহকারী অধ্যাপক নাকিবুন নবী।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন রহমান বিপাশা’র সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক ও রেজিস্ট্রার এ. এস. এম. আবুল খায়ের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এছাড়া ব্যবসায়ে শিক্ষা অনুষদের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, ওয়ার্কশপ আয়োজক কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
ইংরেজি বিভাগের ন্সাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শতাধীক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
সম্পাদনা:আরএইচ/এইচআর