যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফেনী গালর্স ক্যাডেট কলেজে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্প্রতিবার (২১ নভেম্বর) বিস্তারিত কর্মস‚চি গ্রহণ করা হয়েছে।
কলেজের মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। সকালে পতাকা উত্তোলন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে কলেজের বীর শ্রেষ্ট মোস্তফা কামাল অডিটরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বাণী পাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ গ্রপ ক্যাপ্টেন মুনিম খান মজলিশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্যাডেটরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধানের বাণী পাঠ করেন। বক্তব্য রাখন বাংলা বিভাগের প্রভাষক সাবিকুন নাহার, আইসিটি বিভাগের ইন্সপেক্টর শেখ মারিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবার পরিজনদের মাঝে শুভেচ্ছা উপহার এবং রচনা ও চিত্র প্রতিযোগিতায় বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ গ্রæপ ক্যাপটেন মুনিম খান মজলিশ।
সম্পাদনা:আরএইচ/এইচআর