নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে সহস্রাধিক কেন্দ্রে ২লাখ ৩৮ হাজার ৩শ’ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আলাউদ্দিন মজুমদার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ৬টি উপজেলার সব কটি ইউনিয়নের এক যোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২লাখ ৩৮ হাজার ৩শ’ শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার ১শ’ ৪৮টি ক্লিনিকসহ ১ হাজার ১শ’ ৬২ কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সূত্র জানায়, কর্মসূচি বাস্তবায়ন করতে ১শ’ ৫২ টিকাদান কর্মী, ১শ’ ৯৮ জন এফ ডব্লিউএ, ১৩ জন স্বাস্থ্য পরিদর্শক, ৪১ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৩ হাজার ৪শ’ ৮৬ স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। সূত্র আরো জানায়, ফেনী সদর উপজেলায় ৩টি অস্থায়ী কেন্দ্রসহ ২শ’ ৮৯টি, ছাগলনাইয়ায় ৩টি অস্থায়ী কেন্দ্রসহ ১শ’ ৪৫টি ও পরশুরামে ৩টি অস্থায়ী কেন্দ্রসহ ৯৭টি, দাগনভূঞায় ৩টি অস্থায়ীকেন্দ্রসহ ১শ’ ৯৩টি, সোনাগাজীতে ৩টি অস্থায়ী কেন্দ্রসহ ২শ’ ১৭টি ফুলগাজীতে ৩টি অস্থায়ী কেন্দ্রসহ ১শ’ ৪৫টি ও ফেনী পৌরসভায় ৬টি অস্থায়ী কেন্দ্রসহ ৫২টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এসময় সিভল সার্জন ন ডা: হাসান শাহরিয়ার কবীর, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন’র (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. শাহেদুল ইসলাম কাওয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে সহস্রাধিক কেন্দ্রে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল







