ছাগলনাইয়ায় বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত নুসরাত জাহান সাদিয়া। এগারো বছর বয়সী মেধাবী এই শিক্ষার্থী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
পরিবার সূত্র জানায়, তার শরীরে ক্যামো থেরাপি এবং রেডিও থেরাপি দেয়ার পর শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। পা দুটি অবস হয়ে যাওয়ায় সে অন্যের সহযোগিতা ছাড়া হাটা চলা করতে পারেনা। শরীরে তীব্র ব্যথা নিয়ে সে শুধুই কাঁদছে আর মৃত্যুর প্রহর গুনছে। করছে উপর্যুপুরী বমি।
হাউমাউ করে কান্নাকাটি করে সাদিয়া বলেন, আমার শরীরের ব্যাথার যন্ত্রনা আর সহ্য হচ্ছেনা। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমি আবার স্কুলে গিয়ে পড়াশোনা করতে চাই। অর্থের অভাবে তার চিকিৎসা অনেকটা বন্ধ রয়েছে।
নুসরাতের বাবা মুজিবুল হক জানান, নুসরাতের শরীরে সারকোমা ক্যান্সার ধরা পড়ার পর সে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিষেশজ্ঞ ডা. মজিবুর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকের পরামর্শে তাকে ১৭টি ক্যামো থেরাপি দেওয়া হয়েছে।
পরে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মহারফ হোসেনের তত্ত্বাবধানে ২৫টি রেডিও থেরাপি দেওয়া হয়। বর্তমানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তার মাথার এমআরআই, পুরো শরীর ব্রন স্কিনসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলেন তার চিকিৎসা নতুনভাবে শুরু করতে হবে বলে জানান।
নুসরাত ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও উত্তর আধারমানিক গ্রামের আহাম্মদের রহমানের বাড়ীর কৃষক মজিবুল হকের কন্যা।
চিকিৎসারা জানিয়েছেন, তার পূর্ণ চিকিৎসার জন্য আরো প্রায় ৪/৫ লক্ষ টাকা লাগবে। তার পিতা দরিদ্র কৃষক সহায় সম্ভল বিক্রি করে তার চিকিৎসা করানোর পর বর্তমানে সে নিঃস্ব হয়ে পড়েছে। তার দরিদ্র পিতার পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়।
মুজিবুল হক তার মেয়ের সুস্থতার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন ও দোয়া চেয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা সঞ্চয়ী হিসাব নং ০০১২১০০০২১৪৭৬ সাউথইষ্ট ব্যাংক, ছাগলনাইয়া শাখা, ফেনী। বিকাশ নাম্বার ০১৮১৭৩৫৫৪৮৯।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







