নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্বাবনী মেলা শুরু হয়েছে। রবিবার বিকালে শহরের পিটিআই মাঠে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রকল্পের মহাপরিচালক (প্রশাসন) কবীর বিন আনোয়ার।
ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাসেলুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল হক, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,
মেলায় তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে ডিজিটাল সেবাসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
সম্পাদনা: আরএইচ/এনকে/এমকেএইচ
ফেনীতে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্বাবনী মেলা শুরু
