নতুন ফেনী ডেস্ক>>
ফেনী পলিটেকনিক কর্মকর্তাদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার নিজস্ব ক্যাম্পাসের প্রশিক্ষণ রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। ফেনী পলিটেকনিকেল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কম্পিউটার বিভাগের প্রধান এস.এম হামিদুল হক এর উপস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যুৎ বিভাগের প্রদান মোঃ ফরহাদ হোসেন, পাওয়ার বিভাগের প্রধান মোঃ ইব্রাহিম, সিভিল বিভাগের প্রধান মোঃ আবুল খায়ের প্রমুখ। প্রশিক্ষণে প্রথম ব্যাচে ২৪ জন প্রশিক্ষনার্থি অংশ গ্রহণ করে।
সম্পাদনা: আরএইচ
ফেনী পলিটেকনিক কর্মকর্তাদের কম্পিউটার প্রশিক্ষণ
