নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে আত্মসমর্পণ করা দুই ইউপি চেয়ারম্যানকে আইনজীবিদের অনুরোধে কুমিল্লার কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জৈষ্ঠ বিচারিক হাকিম খায়রুন নেছা এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ জানুয়ারী নির্বাচনে উত্তর চরছান্দিয়া এলাকায় ভোট কেন্দ্রে হত্যা, বিষ্ফোরণ ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা পৃথক তিনটি মামলায় সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন খোকন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চরদরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আদালতে আত্মসমর্পণ করে। ওই দিন জৈষ্ঠ বিচারিক হাকিম খায়রুন নেছার আদালতে দীর্ঘ শুনানি শেষে জামিন আবেদন নামমঞ্জুর করে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ফেনী কারাগারে আসামীরা নিরাপত্তাহীন দাবী করে তাদের আইনজীবিরা কুমিল্লা কারাগারে প্রেরণের অনুরোধ করেন। পরে আদালত তাদের কুমিল্লা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ ব্যাপারে বিবাদীপক্ষের আইনজীবি এডভোকেট শাহজাহান সাজু ও আনোয়ারুল কাদের ফারুক নতুন ফেনী’কে তাদের কুমিল্লা কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
আাজাদ-খোকনকে কুমিল্লার কারাগারে প্রেরণ
