নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে যুবদলের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকসহ ২২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার সকালে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, শনিবার বিকালে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। মিছিলটি শহরের ট্রাংক রোড় প্রদক্ষিণ করার সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় মোহাম্মদ ও আলী হোসেন নামের পুলিশের ২জন কনস্টেবলসহ ১২ জন আহত হয়। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরেশেদ যুবদলের ২২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এনকে
ফেনীতে যুবদলনেতা গাজী মানিকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা







