সোনাগাজী প্রতিনিধি >>
বিচারপতি কাজী রেজাউল হকের বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্ত্বরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানা, ওই দিন গভীর রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের কাজী বাড়ীতে আগুন দেয় দুর্বৃত্ত্বরা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থনে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
বাড়িটির কেয়ার টেকার খুরশিদ আলম জানান, রাতের আধাঁরে কে বা কারা তাঁর বাড়িতে আগুন দিয়ে দুর্বৃত্ত্বরা পালিয়ে যায়।
বিচারপতির চাচাতো ভাই রুমেল জানান, ইতোপূর্বে তিনি জামায়াতের নিবন্ধন বাতিলের রায়, জিয়া অরফানেজ ট্রাষ্ট্রের মামলা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করার ব্যবস্থা নিতে নির্দেশ দেয়ায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটাতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এসময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদনা: আর এইচ/এইচএমএইচ
ভিডিও







