ফেনীতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় কামরুল হাসান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফের আদালতে এ রায় ঘোষণা করা হয়েছে। দন্ডিত কামরুল হাসান ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বরইয়া গ্রামের তনু মিয়ার ছেলে। রায় ঘোষণাকালে তিনি আসামীর কাঠগড়ায় দাড়িয়ে ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সুলতান পুর সুইপার কলোনীর সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন কামরুল হাসান। এঘটনায় ফেনী মডেল থানার এসআই হাক্কানী বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ ডিসেম্বর এ মামলা তদন্ত করে আদালতে চার্জশীট জমা দেন এসআই মো. মাহবুবুর রহমান। ২০১৩ সালের ২৯ এপ্রিল এ মামলার চার্জ গঠন করে আদালত। পরে ৫ জনের সাক্ষ গ্রহনের পর যাবতীয় প্রক্রিয়া শেষে ৯ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার দিন ধায্য করেন আদালত।
আদালতের ব্যাঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক জানান, আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামী উপস্থিত ছিলেন।