দাগনভূঞাঁয় বাড়ির ছাদে গাঁজা চাষ করে বিক্রির অভিযোগে আব্দুর রব জুয়েল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরের দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর থেকে তাকে গাঁজা গাছ ও শুকনো গাঁজা সহ আটক করা হয়েছে।
আটককৃত জুয়েল ওই এলাকার
কাটা ব্লক মুকবুল কোম্পানীর বাড়ীর আবদুল বারেকের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন সমাসপুর এলাকায় নিজ বাড়ির ছাদে গাঁজা চাষ করে নিজে সেবন ও বিক্রি করে আসছে জুয়েল নামের এক যুবক। এমন তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরের দিকে কাটা ব্লক মুকবুল কোম্পানীর বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় জুয়েলের বাড়ির ছাদ থেকে টবে রোপন করা অবস্থায় গাঁজা গাছ উদ্ধার ও তার ঘরে তল্লাশী করে ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, অভিযানে ৫শ গ্রাম গাঁজা ও টবে রোপনকৃত গাজার চারা সহ আটককৃত জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।







