ফেনীর ফতেহপুর এলাকা থেকে ৪০ কেজি গাজাঁসহ এক পিকআপ ভ্যান চালককে আটক করেছে র্যাব ৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।শুক্রবার দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর নাইস ওয়াসিং এন্ড গিরিজ সেন্টার এর সামনে থেকে গাঁজাগুলো উদ্ধারসহ চালক মো: জিহাদকে আটক করা হয়।

র্যাব ক্যাম্প ফেনী ৭ এর অধিনায়ক জাবের আল ইমরান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক নিয়ে চট্রগ্রাম থেকে কুমিল্লার দিকে একটি পিক আপ ভ্যান যাচ্ছে।এমন খবরে অভিযান পরিচালনা করে ফতেহপুর এলাকা থেকে চালক মো: জিহাদকে আটক করা হঢ।পরে তাকে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানো মতে পিকআপটির ড্রাইভিং সীটের নীচে একটি লাগেজে এবং অপরএকটি ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিন মোড়ানোা মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৬ লক্ষ ৪০ হাজার টাকা।
আটক মো: জিহাদ কুমিল্লার দাউদকান্দি থানার কানোরা এলাকার আবুল কালামের ছেলে।
অধিনায়ক জাবের আল ইমরান আরো জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।







