ক্রীডা ডেস্ক>>
মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ফেনী সকার। শুক্রবার এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ম্যাচের ১২ মিনিটে ফেনীর হয়ে প্রথম গোলটি করেন মুস্তফা। আর ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন দাওদা সেসি। এ জয়ের ফলে ১৭ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে ফেনী। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ থেকে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ১১ পয়েন্ট।
শুক্রবার ১টি চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চট্টগ্রামের ফেনী সকার ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি অনুষ্ঠিত হলেও ঢাকার শেখ রাসেল ও ফরাশগঞ্জের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিকে ফরাশগঞ্জ ও শেখ রাসেলের মধ্যকার পরিত্যক্ত ম্যাচটি শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সম্পাদনা: আরএইচ