ফেনীতে বিনামুল্যে জন্মগত ঠোঁট ও তালুকাঁটা রুগিদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাকলে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ক্যাম্পের নেতৃত্ব দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান।
সামাজিক সংস্থা শিশু হাঁসি’র উদ্যেগে ওই দিন ১৮জন রুগির সফল ভাবে সম্পন্ন হয়। এ সময় সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ আবু ওসমান, বিভাগীয় সমন্বয়কারী ইয়াছিন আরাফাত ও মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক সংস্থা শিশুর হাঁসি প্রতিমাসে জন্মগত ঠোঁট ও তালুকাঁটা বিনামুল্যে ক্যাম্প পরিচালনা করেন। এ ছাড়াও উক্ত সংস্থা প্রতি সপ্তাহে বুধবার সল্পমুল্যে জন্মগত পায়ের পাতা বাকা (ক্লাবফুট)চিকিৎসা করে থাকেন।
সম্পাদনা: আরএইচ/এনজে