ফেনী জেলা কারাগারে প্রয়োজনীয় কনডেম সেল না থাকায় ন্ডিত ১৬ আসামীকে অন্যত্র স্থানান্তরের আবেন করেছে কারা কর্তৃপক্ষ।
আজ রাতে ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ জানান, নুসরাত হত্যা মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন মন ট্রাইব্যুনালের বিচারক মামনুর রশি নারী ও শিশু নির্যাতন মন আইনের ৪(১)/৩০ ধারায় ১৬ আসামীর মৃত্যুদন্ড রায় নে। ওই রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে মঙ্গলবার হাইকোর্টে পাঠানো হবে। ন্ডবিধির ৩৭৪ ধারা মোতাবেকায়রা জজ আদালতের মৃত্যুদন্ডের রায় হাইকোর্ট বিভাগে অনুমোদিত না হওয়া পর্যন্ত দন্ড কার্যকর করা যাবেনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মামলার বাদী পক্ষের আইনজীবী শাহ জাহান সাজু বলেন, ‘নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ আদালতে শুনানির জন্য আইন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। মামলা নিষ্পত্তিতে যাতে কম সময় লাগে, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমি কথা বলবো। তার এমন উদ্যোগী ভূমিকায় মামলার বাদী পক্ষের আইনজীবীরা আশাবাদী হয়েছে বলে তিনি জানান।’
এদিকে ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো: রফিকুল কাদির জানান, ফেনী জেলা কারাগারে ৮টি কনডেম সেল রয়েছে। কারাবিধি মোতাবেক ফাঁসির ন্ডপ্রাপ্ত আসামীরে পৃথক সেলে রাখতে হয়। কিন্তুু ফেনী জেলা কারাগারে ফাঁসির মঞ্চ না থাকায় এখানে প্রয়োজনীয় সংখ্যক কনডেম তৈরী করা হয়নি। তাই ১৬ জন আসামীকে আমরা অন্য আসামীদের সাে রেখেছি। যার কারনে কারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আলোচিত এ মামলার রায়ের কপি হাতে পেলে এসব ফাঁসির ন্ডপ্রাপ্ত আসামীরে কনডেম সেল যুক্ত কারাগারে স্থানান্তর করার জন্য কারা মহাপরিদর্শকের কাছে আবেদন করা হবে।
সম্পাদনা:আরএইচ/এইচআর