২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন • নতুন ফেনীনতুন ফেনী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন • নতুন ফেনী
 ফেনী |
২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২২ অপরাহ্ণ, ২৬ অক্টোবর ২০১৬

নিজস্ব প্রতিনিধি>>
দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ ডিসেম্বর। নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী এ তারিখ নির্ধারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনে এরই মধ্যে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চিঠিতে নির্বাচনের তারিখ জানানোর পাশাপাশি প্রয়োজনীয় নির্বাচনীবিধি ও আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করে তফসিল ঘোষণার ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

কর্মকর্তারা আরো জানান, নভেম্বরের মাঝামাঝি এ নির্বাচনের তফসিল ঘোষণা হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে পাঠানো চিঠি আমরা হাতে পেয়েছি। এ চিঠির আলোকে বৈঠক করে তফসিল ঘোষণা করবে কমিশন। কমিশন থেকেও এরই মধ্যে নির্বাচনীবিধি ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিংসহ চূড়ান্ত অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.