ফেনী পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮টি • নতুন ফেনীনতুন ফেনী ফেনী পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮টি • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮টি

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩০ অপরাহ্ণ, ২৯ জানুয়ারি ২০২১

আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে ৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্য প্রত্যকটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে এ ৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে থাকবে অতিরিক্ত নিরাপত্তা ও নজরদারি।

কেন্দ্রগুলো হলো- ১৩ নম্বর ওয়ার্ডের মহিপাল সরকারী কলেজ, ১৪ নম্বর ওয়ার্ডের মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৬ নম্বর ওয়ার্ডের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭ নম্বর ওয়ার্ডেও রামপুর হাজী শামছুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৮ নম্বর ওয়ার্ডের রামপুর নুরীয়া হাফেজিয়া দ্বীনিয়া মাদ্রাসা, চাইল্ড হ্যাভেন প্রি ক্যাডেট কিন্ডারগার্টেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফেনী পৌরসভায় ৪৭ হাজার ৩০৭ জন পুরুষ ও ৪৪ হাজার ৩৫৫ জন মহিলা ভোটারসহ মোট ৯১ হাজার ৬৬২ জন ভোটার রয়েছে। ৪৫টি ভোট কেন্দ্রে মোট ভোট কক্ষ থাকবে ২৪১টি, অস্থায়ী ভোট কক্ষ থাকবে ১১ টি।

তিনি বলেন, ১৮টি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ৬টি মহিলা কাউন্সিলর পদের মধ্যে ৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১৫ জন কাউন্সিলরের জয় নিশ্চিত হয়ে গেছে। তাদের বেসরকারিভাবে বিজয়ীও ঘোষণা করা হয়েছে। মেয়রসহ বাকি আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.