ফেনী পৌরনির্বাচনে দুই কাউন্সিলর আহত • নতুন ফেনীনতুন ফেনী ফেনী পৌরনির্বাচনে দুই কাউন্সিলর আহত • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী পৌরনির্বাচনে দুই কাউন্সিলর আহত

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩১ পূর্বাহ্ণ, ৩০ জানুয়ারি ২০২১

ফেনী পৌরসভা নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী ডালিম প্রতীকের তাজুল ইসলাম পাভেল ও গাজর প্রতীকের নুরুল ইসলামকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৯টার দিকে পশ্চিম রামপুর তেঁতুলগাছ তলায় এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ভোট দিতে যেতে চাইলে ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করা উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা আমার পথ আটকে ঘেরাও করে মারধর করেন। রাত থেকেই বহিরাগতরা এসে কেন্দ্র দখল করে রাখে। ভোটারদের কেন্দ্রে ডুকতে দিচ্ছেনা।

গাজর প্রতীকের নুরুল ইসলাম জানান, সকালে মেহেদী সাইদী পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে।

লিমন নামে এক ভোটার জানান, এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নারী ভোটারদেরকেও লাঞ্ছিত করেছেন তারা। আমাকে ধাওয়া করেছে ।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদার বলেন, অভিযোগ অসত্য। ভোটে বিশৃঙ্খলা করার জন্য তারা এসব বলছে। সুষ্ঠ সুন্দর ভোট গ্রহণ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রে দায়িত্বে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আতোয়ার রহমান বলেন, হামলার ব্যাপারে পুলিশকে কেউ অভিযোগ করেননি।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.