ভোট দিলেন নিজাম হাজারী • নতুন ফেনীনতুন ফেনী ভোট দিলেন নিজাম হাজারী • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট দিলেন নিজাম হাজারী

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৪ পূর্বাহ্ণ, ৩০ জানুয়ারি ২০২১

ফেনী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে ১৮টি ওয়ার্ডের ৪৫ কেন্দ্রে। এ নির্বাচনে আজ শনিবার সকাল ১০টার দিকে নিজ এলাকায় ভোট দেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রয়োগ করেন। এসময় স্থানীয় কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী তার সাথে ছিলেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪১৪।

এদিকে সুলতানপুর আমিন উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৪৪।

সকাল থেকে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা থাকলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৮ টার দিকে শহরের পিটিআই স্কুল, বালিকা উচ্ছ বিদ্যালয় কেন্দ্র ও ফেনী পাইলট হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোট শুরুর নির্দিষ্ট সময়ের আগ থেকেই ভোটাররা কেন্দ্র আসতে শুরু করেছেন। সকাল ৮ টায় ভোট শুরু হওয়ার পর থেকে সারিবন্ধ হতে থাকেন তারা। অন্যদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি চোখে পড়েছে।

সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.