ফেনীতে ১৫ দশমিক ৬২ শতাংশ ভোটার বেড়েছে • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ১৫ দশমিক ৬২ শতাংশ ভোটার বেড়েছে • নতুন ফেনী
 ফেনী |
১৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ১৫ দশমিক ৬২ শতাংশ ভোটার বেড়েছে

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৭ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২৩

ফেনীর তিন আসনে ভোটার বেড়েছে এক লাখ ৯৩ হাজার ২৬৪ জন। এরমধ্যে তরুণ ভোটারের সংখ্যাি এক লাখ ১৬ হাজার। সোমবার (২৬ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ তিন আসনে ভোটার ছিল ১০ লাখ ৪৬ হাজার ৬৭১ জন। ভোটার বেড়ে এখন ১২ লাখ ৩৬ হাজার ৯৩৫জন হয়েছে। শতকরা হিসেবে ১৫ দশমিক ৬২ শতাংশ ভোটার বেড়েছে। তবে ভোট কেন্দ্রের সংখ্যা কমেছে। গতবার ৩৯৯ ভোটকেন্দ্র থাকলেও এবার কমে ৩৫৮টিতে দাঁড়িয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফুলগাজী) আসনে এবার ১১৫ কেন্দ্রে তিন লাখ ৫৬ হাজার ২৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ছাগলনাইয়ায় ৫৪ কেন্দ্রে এক লাখ ৬৪ হাজার ৮৭০ জন, পরশুরামে ২৯ কেন্দ্রে ৮৮ হাজার ৩৪৮ জন ও ফুলগাজীতে ৩২ কেন্দ্রে এক লাখ ৩ হাজার ৩৮ জন ভোট দিবেন।

একইভাবে ফেনী-২ (ফেনী সদর) আসনে ১৪০ কেন্দ্রে চার লাখ ৭ হাজার ৯৫৫ জন ভোট দিয়ে তাদের এমপি নির্বাচন করবেন।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১৪৪ কেন্দ্রে চার লাখ ৭২ হাজার ৫২৪ জন ভোট দিবেন। এরমধ্যে দাগনভূঞায় ৭২ কেন্দ্র দুই লাখ ৩২ হাজার ৫৫৫ জন ও সোনাগাজীতে ৭২ কেন্দ্রে দুই লাখ ৩৯ হাজার ৯৬৯ জন ভোট দিবেন।

সম্পাদনা: আরএইচ/ এনকেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.