ফেনীর তিন আসনে নৌকা প্রতীকের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ফেনী-১ আসনে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি (সাবেক) আবুল বাশার মনোনয়ন পেয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদুল্লাহ খোন্দকার নতুন ফেনীকে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
দলীয় একাধিক সূত্র জানায়, ২০১৮ সালের জোটবদ্ধ নির্বাচনে ফেনীর দুটি আসন মিত্রদের ছেড়ে দেয় আওয়ামী লীগ। ফেনী-১ আসনে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও ফেনী-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এবার এ দুটি আসন ফের নিজেদের দখলে নিয়ে দ্বাদশ জাতীয় সংস নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দলটি। স্বতন্ত্র কোনো প্রার্থী না থাকলে এ তিনজন সংসদ সদস্য হতে যাচ্ছেন।
এবার ৩৫৮ কেন্দ্রে ১২ লাখ ৩৬ হাজার ৯৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি