ফেনীতে আরো ৭ জনের দেহে করোনা শনাক্ত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে আরো ৭ জনের দেহে করোনা শনাক্ত • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে আরো ৭ জনের দেহে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪১ অপরাহ্ণ, ০৯ জুন ২০২০

ফেনীতে আরো ৭ জনের দেহে কোভিড-১৯ এর ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ১২ জনের নমুনার ফলাফলে ৭টি পজেটিভ ঘোষনা করা হয়। এতে করে ফেনীতে মোট ৩২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, মঙ্গলবার পরীক্ষাগার থেকে ঘোষিত ১২টি নমুনার ফলাফলে ৭টি পজেটিভ এসেছে। এদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৪জন, দাগনভূঞা ১জন ও অন্যান্য উপজেলার ২ জন রয়েছে। আজ নতুন করে ২৪৩ জনের নমুনা পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত ফেনীতে মোট ২ হাজার ৮৭৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২ হাজার ১০১ জনের ফলাফলে ৩২০জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি জানান, পরীক্ষাগারে ফলাফলের অপেক্ষায় রয়েছে ৭৭৮টি নমুনা।

এ পর্যন্ত ফেনীতে শনাক্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১২৫ জন, সোনাগাজীতে ৩৯ জন, দাগনভূঞায় ৯৩ জন, ছাগলনাইয়ায় ৩৬জন, ফুলগাজীতে ৯ জন, পরশুরামে ১০ জন ও অন্যান্য উপজেলার ৮ জন রয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে ৬৮ জন ও মারা গেছে ৭ জন।

সম্পাদনা: এনকে/আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.