ফেনী পৌরনির্বাচনে মাঠে থাকবেন বিচারক • নতুন ফেনীনতুন ফেনী ফেনী পৌরনির্বাচনে মাঠে থাকবেন বিচারক • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী পৌরনির্বাচনে মাঠে থাকবেন বিচারক

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৬ অপরাহ্ণ, ২৯ জানুয়ারি ২০২১

ফেনী পৌরসভা নির্বাচনে মাঠে কাজ করবেন একজন বিচারক। এছাড়াও প্রতি ওয়ার্ডে একজন করে ১৮টি ওয়ার্ডে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার নাসির উদ্দিন পাটোয়ারি।

এছাড়াও র‌্যাবের ৪টি বিশেষ টহল টিম সক্রীয় থাকবে। মেজর সেলিমুদ্দোহার নেতৃত্বে বিজিবির ৮টি টিম স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রতিকেন্দ্রে অস্ত্রধারী ২ জনসহ ৯ জন আনসার মোতায়েন করা হয়েছে। প্রতি কেন্দ্রে পুলিশের একজন অফিসারের নেতৃত্বে ৯ সদস্যের টিম সার্বক্ষণিক অবস্থান নেবে। পূর্বের অনাকাংখিত অভিজ্ঞতায় এবার রাতে ব্যালট না পাঠিয়ে সকাল ৬টার দিকে কেন্দ্রে ব্যালট দেয়া হবে। সব মিলিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পৌর এলাকাটি কয়েকস্তরের নিরাপত্তার বলয়ে আবৃত থাকবে বলে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ।

নির্বাচনে ১৮টি ওয়ার্ডে মেয়র ৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও ১টি ব্লকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর আগে একক প্রার্থী হওয়ায় ১০ কাউন্সিলর ও ৫ মহিলা কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে শুধু মেয়র পদেই ভোট হবে। ফেনী পৌরসভায় ১৮টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে ২৪১টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ৯১ হাজার ৬৬২ ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৩০৭ ও মহিলা ভোটার ৪৪ হাজার ৩৫৫ জন।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.