ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির • নতুন ফেনী
 ফেনী |
২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৫ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২০

ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে দেড় সহাস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ফেনী শিশু নিকেতন স্কুলে দিনব্যাপি এ চক্ষু চিকিৎসা শিবির’র কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫ বি২ গর্ভনর লায়ন মো. মোবারক হোসেন এমজেএফ।

লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী মহুরী ও লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিড ক্লাবের আয়োজনে লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সভাপতি লায়ন মুহাম্মদ আবু তাহের ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি২ সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন আশফাকুর রহমান এমজেএফ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এস এম হাফিজ আল আসাদ পিএমজেএফ ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এ টি এম নজরুল ইসলাম এমজেএফ।

লায়ন মোর্শেদ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন শাহাদাত হোসেন এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন নেয়ামত উল্যাহ বাবু, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন এ বি এম আনোয়ারুল বাসেত এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন রুহুল আমিন ভুঁইয়া, রিজিয়ন চেয়ারপার্সন ওমর ফারুক ভুঁইয়া বেলাল, রিজিয়ন চেয়ারপার্সন ও প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন এ্যাডভোকেট নুরুল আমিন খাঁন, জোন চেয়ারপার্সন মহিউদ্দিন মাহি, জোন চেয়ারপার্সন লায়ন মনোয়ারা বেগম রানী, জোন চেয়ারপার্সন লায়ন ডা. শহিদুল ইসলাম, জোন চেয়ারপার্সন লায়ন মহীনুর জাহান লাভনী, ফেনী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবুল কালাম ভুঁইয়া, অর্কিড লায়ন্স কøাবের প্রেসিডেন্ট লায়ন আইরিন হোসেন মুন্নী, ফেনী অর্কিড লায়ন্স ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লায়ন নুরুন নাহার খানম ডেইজি, পাষ্ট প্রেসিডেন্ট লায়ন সাহেদ উদ্দিন মিল্লাত, লায়ন মোজাম্মেল হক বাবুল, ভাইস প্রেসিডেন্ট লায়ন এ কে এম রফিকুল হক নিপু, লায়ন এ্যাডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, লায়ন প্রিতিমিয় পোদ্দার, লায়ন জসিম উদ্দিন, লায়ন ওমর ফারুক মজুমদার, সেক্রেটারি লায়ন শহীদুল আলম ভুঁইয়া, লায়ন এডভোকেট পার্থপাল চৌধুরী, লায়ন পলাশ সুত্রধর, লায়ন কাজি জামাল উদ্দিন, লায়ন আবদুর রহমান সুজন, লায়ন মোর্শেদ আলম মাসুদ, লায়ন আবদুল কাইউম মজুমদার, ফেনী লিও ক্লাবের সভাপতি লিও আশ্রাফুল হক আরমান, প্রাক্তন সভাপতি লিও সৈয়দ রইসুল ইসলাম রিমন, লিও আবদুল আলিম, লিও আবুল কালাম আজাদ, লিও হোসাইন ভুইয়া, লিও মির হোসেন মাসুদ, সহ সভাপতি লিও মো. ওয়াসিম, লিও মুরাদ হাসনাত রাফি, সেক্রেটারি লিও রাহাদ আহমেদ, ট্রেজারার লিও মোহাম্মদ হারুণসহ অন্যান্য লিওবৃন্দ।

দিনব্যাপি চক্ষু চিকিৎসা শিবিরে পাঁচজন চিকিৎসক প্রায় দেড় সহাস্রাধিক রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করে। এসব রোগীদের মধ্যে প্রায় সাত শতাধিক দুঃস্থ রোগীকে বিনামুল্যে ঔষুধ প্রদান করা হয়। চিকিৎসকরা এদের মধ্যে দেড়শত রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করে। এসব রোগীদের আগামী ১৮ ও ২৩ ফেব্রæয়ারী ঢাকার আগারগাঁওস্থ লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামুল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, প্রতি বছর ফেনীতে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম ছাড়াও চোখের ছানি অপারেশন রোগীদের ঔষুধ, থাকা-খাওয়া, যাতায়তসহ সকল খরচ লায়ন্স ক্লাব বহন করে থাকে।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.