সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে ইসলামী ব্যাংক’র ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার একটি ফার্মেসিতে আয়োজিত ক্যাম্পে ব্যাংক’র পল্লা উন্নয়ন প্রকল্পের আওতাধীন গ্রাহকের সন্তানদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা করানো হয়।
এসময় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সালেহ উদ্দিন শিবলু, ব্যাংক’র ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া, পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা কাজী আবু তাহের, সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
ব্যাংক’র সোনাগাজী শাখার ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া জানান, ব্যাংক’র পক্ষ থেকে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতাধীন গ্রাহকের সন্তানদের শিক্ষা বৃত্তি ও শিক্ষ উপকরণ বিতরণ ও বিনা মূল্যে খাৎনাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এএইচআর