ফেনীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল, গাড়ি ভাংচুর • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল, গাড়ি ভাংচুর • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল, গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৫ অপরাহ্ণ, ০৩ ডিসেম্বর ২০২৩

ফেনীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার বিকেলে ফেনী পৌর শহরের সোনাগাজী বাসস্ট্যান্ড, রামপুর ও তাকিয়া রোড এলাকায় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে পৃথক পৃথক মিছিল বের করে। এসময় মিছিলকারীরা তাকিয়া রোড এলাকায় মালবাহী লোড আনলোডের জন্য থাকা কমপক্ষে ২০টি গাড়ির গ্লাস ভাঙচুর করেছে।

জেলা ছাত্রদল নেতা জুয়েল পাটোয়ারী ও জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীরা অংশ নেয়। এসময় নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। হঠাৎ মিছিল ও গাড়ি ভাঙচুরে দোকানপাটের ব্যবসায়ী ও ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ভাঙচুরকারীরা পালিয়ে যায়।

সম্পাদনাঃ আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.