টিকে থাকার যুদ্ধে অনলাইন গণমাধ্যম • নতুন ফেনীনতুন ফেনী টিকে থাকার যুদ্ধে অনলাইন গণমাধ্যম • নতুন ফেনী
 ফেনী |
২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকে থাকার যুদ্ধে অনলাইন গণমাধ্যম

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৭ অপরাহ্ণ, ১৭ জুলাই ২০১৫

রাশেদুল হাসান

ঈদ অনাবিল আনন্দের। এ ঈদকে ঘিরে মানুষের আশা আকাঙ্খার শেষ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ঈদকে চিত্রায়িত করতে চায়। পুরো রমজান মাস জুড়ে চলে ঈদের প্রস্তুতি। ব্যাবসায়ী, চাকুরীজীবি, শ্রমিক, কামার ও মুচি কারও দম ফেলানোর ফুসরত নেই। চলে নিত্য প্রতিযোগিতা।

বিগত দশক ধরে গণমাধ্যমেও এ প্রতিযোগিতা শুরু হয়েছে। কোন পত্রিকা কত বড় সাইজের ঈদ সংখ্যা বা কারা কলকাতাসহ দেশবরেণ্য লেখকদের সন্নিবেশ ঘটাতে পারছেন এমন তর্ক-বিতর্ক পাঠকদের মাঝে ঘুরপাক খায়। পত্রিকা অফিসগুলোতে পুরো রমজান বা কোন কোন পত্রিকা এরও অনেক আগ থেকে ঈদ সংখ্যার কাজ শুরু করে। সম্পাদকসহ সংশ্লিষ্টদের চলে রাত-দিন খাটুনি। দেশের সব কটি দৈনিক কোথাও কোথাও মফস্বলের আঞ্চলিক পত্রিকাগুলোও ঈদ সংখ্যা বের করে থাকেন।

অনলাইন গণমাধ্যমের ধারণা আমাদের দেশে বেশি দিন আগের নয়। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা ছাড়া প্রায় এক দশক ধরে নানা প্রতিকূলতার মাঝে টিকে রয়েছে এসব গণমাধ্যম। ‘তথ্যই শক্তি’ সে তথ্যকে মানুষের হাতের মুঠোই তুলে দিচ্ছে অনলাইন গণমাধ্যম। সংবাদপত্র-সাংবাদিকতার সকল নীতিমালা মেনে সংবাদ পরিবেশনে অনলাইন গণমাধ্যমগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে সরকারী কোন নীতিমালা না থাকায় মার খাচ্ছে অনলাইন গণমাধ্যম মালিকরা। সরকারী স্বীকৃতি ও বিজ্ঞাপন না থাকায় আর্থিক দৈন্যতার শিকার হচ্ছেন তাঁরা। ফলে বেসরকারী বিজ্ঞাপনের ক্ষেত্রেও অনলাইন গণমাধ্যমগুলো (নিউজ পোর্টাল) হয় বঞ্চিত।

এরপরও অনলাইন গণমাধ্যম মালিকরা এগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছেন। টিকে রাখা বা থাকা এমন যুদ্ধের মাঝেও কিছু কিছু অনলাইন গণমাধ্যম ঈদের আনন্দকে ছড়িয়ে দিতে ঈদ সংখ্যার আয়োজন করে থাকে।

নতুন ফেনী তেমনি একটি মফস্বলের অনলাইন গণমাধ্যম। ঈদকে কেন্দ্র করে প্রতিবারই ফেনীর  প্রবীণ-তরুন লেখকদের নিয়ে ঈদ সংখ্যা প্রকাশ করে থাকে। এবারও এর ব্যাতিক্রম থাকছেনা। কবি বেলাল চৌধুরী, এরশাদ মজুমদার, স্বকৃত নোমান, জাকির আবু জাফর ও চঞ্চল আশরাফসহ দেশবরেণ্য লেখকদের মলাট বন্ধী করা হয়েছে। এ চেষ্টা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতেও।

সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের নতুন ফেনীর সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.